এবং কোন ভাবনার সূত্র ধরে সূত্রপাত ঘটে তোমার লুপ্ততার, Cawm,
অবশ কি হয়ে আসে শরীর, শিমুলতুলা হয়ে কি উড়ে যায় কনশাসনেস সব,
এমনটা কি হতে পারে⁠—তুমি এইখানে আছো, এবং ইতস্তত বাতাসে শহরময় ভেসে বেড়াচ্ছো,
অন্ধ কি হয়ে যাই দেখে: ভাইব্রেন্ট মুখোশের আড়ালে কী অ্যাবজার্ড কালো বিষাদ⁠—
ঈশ্বর গড়েছেন কি তোমাকে ভ্যান গগ ও কাফকার সঙ্গে পরামর্শ করে?
কোনো চিন্তা নেই, Cawm,
আপাতত ও আপাতদৃষ্টিতে ইজ্মেরা স্রেফ বাদ⁠—
আমি চাই, ভেঙে যাক ছাদ, ভী-ষ-ণ একটা ঝড় নামুক চিত্রা নক্ষত্রের নিচে,
অনিত্য যত তার্কিক আর নশ্বর যত তর্কের স্রোত
এক নিমেষে অবলুপ্ত হোক⁠—
তাদের সাথে তোমার পার্থক্যটা স্পষ্ট⁠—তারা স্পর্শের অযোগ্য, আর তুমি স্পর্শাতীত।
Cawm, কেউ কি বলেনি তোমাকে কোনোদিন⁠—কী আশ্চর্য⁠—তোমার নামজুড়ে যে ব্যাপ্ত একটা অপার্থিব উচ্চারণ⁠—
ॐ!
“या देवी सर्वभूतेषु शान्तारूपेण संस्थिता
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नम⁠—”
একদিন ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙার ঠিক আগমুহূর্তে, ব্রিলিয়ান্ট একটা স্বপ্নে তোমাকে মুখোমুখি দেখলাম, Cawm।
ইচ্ছা করে,
তোমার অস্তিত্বে
নিজের সত্তাকে
বিলীন করে দেই⁠—