Loading...

Cawm

Vladimir:
Calm yourself.
Estragon:
(Voluptuously) Calm…calm…The English say, cawm…
(⁠—Waiting for Godot
Samuel Beckett, 1953)

এবং কোন ভাবনার সূত্র ধরে সূত্রপাত ঘটে তোমার লুপ্ততার, Cawm,

অবশ কি হয়ে আসে শরীর, শিমুলতুলা হয়ে কি উড়ে যায় কনশাসনেস সব,

এমনটা কি হতে পারে⁠—তুমি এইখানে আছো, এবং ইতস্তত বাতাসে শহরময় ভেসে বেড়াচ্ছো,

অন্ধ কি হয়ে যাই দেখে: ভাইব্রেন্ট মুখোশের আড়ালে কী অ্যাবজার্ড কালো বিষাদ⁠—

ঈশ্বর গড়েছেন কি তোমাকে ভ্যান গগ ও কাফকার সঙ্গে পরামর্শ করে?


কোনো চিন্তা নেই, Cawm,

আপাতত ও আপাতদৃষ্টিতে ইজ্‌মেরা স্রেফ বাদ⁠—

আমি চাই, ভেঙে যাক ছাদ, ভী-ষ-ণ একটা ঝড় নামুক চিত্রা নক্ষত্রের নিচে,

অনিত্য যত তার্কিক আর নশ্বর যত তর্কের স্রোত

এক নিমেষে অবলুপ্ত হোক⁠—

তাদের সাথে তোমার পার্থক্যটা স্পষ্ট⁠—তারা স্পর্শের অযোগ্য, আর তুমি স্পর্শাতীত।


Cawm, কেউ কি বলেনি তোমাকে কোনোদিন⁠—কী আশ্চর্য⁠—তোমার নামজুড়ে যে ব্যাপ্ত একটা অপার্থিব উচ্চারণ⁠—

ॐ!

“या देवी सर्वभूतेषु शान्तारूपेण संस्थिता

नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नम⁠—”


একদিন ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙার ঠিক আগমুহূর্তে, ব্রি⁠লিয়ান্ট একটা স্বপ্নে তোমাকে মুখোমুখি দেখলাম, Cawm


চ্ছা রে,


তোমা স্তিত্বে


নিজে ত্তাকে


বিলী রে দেই⁠—