Loading...

হাইপোথিসিস, শেখেরটেক বারো

শাওনের মার্চিক রাত্রির সমাপ্তি শেখেরটেক আটের ইসমাইলে ঘটবে না⁠—আরও চার ধাপ উত্তরণ ঘটে মূর্তিমান হবে সে চা-বেলায়, ফুটপাথে⁠—প্যাস্টেলরঙা একটা দেয়ালের সামনে,

সেই প্রবেলায় চা-বেলায় পা ফেলামাত্র শাওনের ধ্রুপদী রকের দেয়াল ভেঙে পড়বে তার মাথার উপরে বিস্তৃত একটা বাগানবিলাসের র‍্যান্ডম বৃষ্টির মতো,

রাত্তির ঠিক এমন নামবে, যখন বাউগেনভিলিয়া নামটা আর ক্লিশে মনে হবে না, আর ক্লিশে মনে হবে না বি গিজের কোনো গানও⁠—

খোলস যখন টু রো হবে, জন্ম নিবে কোন অবস্কিওর ভাব⁠—সড়কজুড়ে কোন আশ্চর্য প্রদর্শন⁠—

How Deep is Your Love,

How⁠—

সুতরাং আবৃত্ত হবে শাওনের সেইসব দ্বিমত⁠—

অস্তিত্ব হারায় জেনেটিক যোগসূত্র⁠—হোক ক্ষুদ্র, তবু ভৈরব বিপদ⁠—

হয়তো এটাই কাম্য⁠—অর্থের অপটিমাম অনিশ্চয়তা⁠—তবু জ্ঞানের জেনেরিক রূপ এই যে, বিক্ষিপ্ত রাক্তিক সম্পর্ক যেই অবস্তুগত অ্যান্টাগোনিস্টের মধ্য দিয়ে সংযুক্ত হবে তার নাম কমন ক্রাইসিস,

এবং মধ্যরাতে চা-বেলার ঝাঁপি যখন নেমে আসবে, এমন রঙিন একটা প্রশ্ন বাতাসে ভাসতে থাকবে⁠—

আনাতো নো আই

ওয়া হিজো নি ফুকাই⁠—