সার্কুলার রোডের কোনো উপগলিতে ঘুমিয়ে পড়া যেতে পারে। বিকাল চারটার স্মগে যখন আচ্ছন্ন দশদিক⁠—
ঈশান থেকে নৈঋতে ভেসে আসবে নিষেধাজ্ঞার ফিসফাস⁠—
দা হাতে স্তম্ভিত নর্থ রোডের পাগল অ্যাটাক করেই বসবে ঠিক⁠—তোমাকে⁠—
আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সঙ্গোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে যেখানে স্বর্গ ভাসে তোমার-আমার আকাশ সেখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি সেই ছবিতে অন্ধ কবি আমি এক⁠—
শান্ দিবে বারবার ব্রহ্মাস্ত্রে, আর,
তাকানোমাত্র তুমি বিদ্ধ হবে; কুয়াশার অস্পষ্টতা ভেদ করে পাগল ছুটে আসবে ঈশান থেকে নৈঋতে⁠—বিদীর্ণ হবে তোমার মস্তিষ্ক প্রথমত, চূর্ণ হবে কপাল, এবং পরিশেষে সকল ইন্দ্রিয়⁠—কেবল রক্তের বদলে বেরিয়ে আসবে সূর্য⁠—একরাশ আলো।
সঙ্গীত: তোমাকে
(আর্টসেল, ২০০৬)